Skip to main content

মাঝে মাঝে পাশ কাটানোও ভালো
    পাশ কাটানোর রাস্তাতেও পেয়েছি অনেক কিছু -
   জঙ্গল, নদী, কি অপূর্ব ফুল, ময়ূরের পেখম তোলা নাচ...আরো কত কি!

    এ সব দেখতে দেখতে ভুলেই গেছি,
       কে যেন ঢিল ছুঁড়েছিল?

বরং তাকেও চেয়েছি এই রাস্তায়
         এই পাশ কাটানো পথে
চেয়েছি ওর সাথে স্নান করতে এই ঝর্ণাধারায়
  আরো চেয়েছি, ও ছুঁড়ে ফেলুক ওর মুঠোবন্ধ ঢিলগুলো এই পাহাড়ি নদীতে
     সেগুলো নুড়ি হোক, তালে তালে নাচুক কালের স্রোতে
      হিংসায় নয়, আনন্দে।

Category