Skip to main content

তুমি এক ঝটকায় হাত সরিয়ে নিলে
        বলতে পারতে লাগছে তোমার

যে ফুলগুলো বাসি,
          সেগুলো ফেলার আগে
        কেউ জিজ্ঞাসা করে না - ফেলব?

সে ফুলগুলো তোলার সময়েও কেউ
                জানাতে চায়নি - তুলব?

কে দিত উত্তর?
           কেউ না-
        কারণ তুমি উত্তরের পরোয়া করো না

Category