সৌরভ ভট্টাচার্য
24 January 2018
সবই কি ভালো লেগেছিলো ?
লাগে নি তো
তবু তো পসরা সাজিয়ে বসেছি রোজ
উঠে যেতে ইচ্ছা তো করেছিল লক্ষবার
উঠিনি তো। পালাবো কার থেকে?
ভাগ্য আর মন
পালালেও কি শান্তিতে থাকবে?
তুমিও আর কতবার আসবে?
শ্মশানবন্ধুরা শ্মশানে ফেরে না আর চিতা নিভে গেলে
তুমিও ফিরে যাও
আমি তো সমঝোতায় হাত বাড়িয়েই দিয়েছি
তবু প্রতিটা সূর্যাস্ত তোমার নাম রেখে গেলাম
হারিয়েছি দীর্ঘদিন হল
অন্ধকার গাঢ় হোক
আমার নির্বাক দৃষ্টির সাথে তোমার শুভদৃষ্টিতে নামুক উপসংহার