Skip to main content

প্রচণ্ড আকণ্ঠ দেশভক্তি
পাড়ার মোড়ে মোড়ে ফুল চন্দনে ঢাকা ছবি
অনেকটা বারের পূজোর মত
    (প্রসাদের মত বাণীও বাইরে রেখেই ঘরে ঢুকতে হয়। না হলে সাংসারিক অমঙ্গল)
আমি একটু দূরত্ব রেখেই চলি

সম্মান না করতে পারি ( মানে যে সম্মান আচরণে প্রকাশ পায়, স্তাবকতায় না)   এ ভাবে অপমান করার অধিকার কি আছে?!

পাহাড়-সমুদ্র, উত্তম-সৌমিত্র, হোমিওপ্যাথি-অ্যালোপাথি...সাথে নেতাজী-গান্ধীজী....
    উফ্, ক্লান্ত আমি!

কে কত বড় জানি না,
  অন্তত আমার চেয়ে শত হিমালয় বড় -
     এতটুকু তো জানি!

ওই আমার জ্ঞান
  ওই আমার শ্রদ্ধা
    ওই আমার বেগ-আবেগ

    মাথা নীচু করে বলি -
         পারিনি

Category