সৌরভ ভট্টাচার্য
21 March 2022
শপিংমলের দরজায় দাঁড়ানো
আটান্নোটা বসন্ত মাড়ানো মানুষটা
যে যেতে আসতে হাসিমুখে
কাঁচের দরজাটা খুলে দেয়
এই পাঁচতলা শপিংমলের প্রায় অনেক কিছুই যার ধরাছোঁয়ার বাইরে
যাকে এক ফাঁকে শশা মুড়ি চিবাতে দেখেছি
কারণ তার ডায়াবেটিস
সে যখন হাসি মুখে প্রতিদিন দাঁড়ায়
বুক ঠুকে এই শপিংমলের সামনে,
বলে শেখানো কথা, নিজের শ্বাসে সুর টেনে
"আবার আসবেন"
আমি আবার নতুন করে ভাবি,
চাওয়া পাওয়ার হিসাবের গরমিলগুলোয় লাল দাগ টেনে বলি,
আবার প্রথম থেকে ভাবো