Skip to main content
তোমার সাথে মৃত্যুর দৌড় প্রতিযোগিতা
     কত মিটারের জানো?
আমি জানি না
   জানব কি করে বলো
   আমি আছি ফিতের মত শেষ প্রান্তে

     কে ছোঁবে আমায় আগে?