সৌরভ ভট্টাচার্য
22 February 2022
তুমি যদি স্রোতকে বলো, না।
স্রোত কিছু বলবে না।
তুমি যদি আকাশকে বলো, শূন্য।
আকাশ বলবে না কিছু।
তুমি যদি আলোকে বলো, না।
আলোও কিছু বলবে না।
তুমি যদি পায়ের নীচে মাটিকে বলো, নেই।
মাটি থাকবে নিরুত্তর।
অবশেষে তোমায় ঘিরে যখন
কয়েকটা "না", আর কিছু "নেই" -
তখন তুমি ঈশ্বরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলবে,
সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা
প্রতিধ্বনি ফিরে আসবে
মিথ্যা মিথ্যা মিথ্যা
ঈশ্বরের আরেক নাম
প্রতিধ্বনি
(ছবি - Aniket Ghosh)