সৌরভ ভট্টাচার্য
27 April 2021
অ্যাদ্দিন জানতুম প্যারালাল ওয়ার্ল্ড কথাটা একটা অতিজাগতিক তত্ত্ব হয় তো বা।
এই সেকেণ্ড ওয়েভ দেখে বুঝলাম, আসলে তা নয় তো। রাজনীতির ভোটমেলা, কুম্ভমেলা, ব্যাটবল খেলা, এ সবই প্যারালাল ওয়ার্ল্ডে ঘটে চলেছে। আর তার সঙ্গে ডাক্তার, নার্স আর প্যারামেডিকাল সাধারণ মানুষদের অতিমানুষী লড়াই। সবই চলছে। কি দুর্দান্ত একটা প্যারালাল ওয়ার্ল্ড না এই মিনি ওয়ার্ল্ড, থুড়ি, ভারত?