Skip to main content


ওরে কে যেন হইল ভ্রষ্ট?
চারদিকে উঠিল শোরগোল

দিকে দিকে ফিরিল নীতিবাগীশ
মুখেতে শাস্ত্রের বুলি, হট্টগোল

শ্লেষ, তির্যক দিঠি, ক্লেদের বন্যা
মাখো মাখো সবে, 
      আজিকে পাঁকের দোল

অন্তর্যামী হাসিছে নীরবে
দেখিয়া বঙ্গবাসীর পরম তৃপ্তি 
খাইয়া পরকীয়া ঘোল
 

Category