Skip to main content
ধরো তোমার সাথে দেখা হয়ে গেল কোনোদিন আচম্বিতে
   না, আচম্বিতে না। রবি ঠাকুরের ভাষায় বলি -
   'কি ছিল বিধাতার মনে'
 দেখা হল হয় তো রবীন্দ্রসদন মেট্রো স্টেশানে
   (কি কারণে সেদিন না হয় হোক তোমার গাড়ি খারাপ
         কিম্বা পথ চলাতে বাধা, ধরো অবরোধ)
 
 অথবা হাওড়া স্টেশানে,
 
  তুমি চলেছ সিমলা কিম্বা কোডাইকানাল সপরিবারে
 (এয়ারপোর্টও বলতে পারতাম,
    তবে কি জানো প্লেনে চড়ার মত দূরে কোথাও যাই না
  আর গেলেও দেশের মধ্যে কোথাও, অর্থের কুলান পাই না
     তাই প্লেনটুকু থাক বাদ)

 তুমি আমায় চিনতে পারোনি
   চিনবে কি করে? তোমার আমার মত সহস্র আছে গুণমুগ্ধ দেশ-দেশান্তরে
অ্যাতোর মধ্যে আলাদা করে চিনবে কেমন করে?

আমি ডাকলাম তোমার পাশে গিয়ে
   তোমার হয়তো কিছুটা চেনা লাগবে তখন আমায়
লাগবে না? পরিচয় আছে তো ফেসবুকে
 
কথাও হয়েছে নৈর্ব্যক্তিক মেসেঞ্জারে, টুকটাক কিছু
  মনে সে সব না থাকতেও পারে

 সেদিন যদি বলতে না পারি। তাই আজই রাখি বলে।
   তোমার কাছে কিছু চাই আমি,
 তোমার সই? নতুন বেরোনো কবিতার বই?
 
   না না না। সেসব প্রয়োজন কবেই গেছে ছেড়ে।

  বলব তোমায়, একটা জিনিস দেবে?
   যা শুধু তুমিই দিতে পারো
 তোমার একটা ব্যবহার করা রুমাল
 
 কেন চাইলাম? ভাষায় বলি,
   এমন শব্দ অভিধানেও ছাপে?

 তোমার চোখে সমুদ্র গর্জন
  কান পাতলেই পাই
রুমাল জানে, যেখানে তুমি একলা তুমি
সেই মহলের একটা ক্ষণ চাই

 তারপর যেও ভুলে। তোমার অজস্র আছে গুণমুগ্ধ গুণী
  সেই একটুখানি ক্ষণের জন্যে থাকব আমি
            চিরকালের ঋণী

(একটা কথা যোগ করে দিই। তোমায় আমি 'আপনি' বলি
  ভালোবাসাকে সৌজন্যতায় ঢেকে,
বুঝেও যদি থাকো, তবে গোপন রেখো নিজের কাছেও
      লজ্জা পাব প্রকাশ পেলে, অযোগ্যতার বিদ্রুপে থাকি মরে)


Category