Skip to main content


প্রেমের গলায় কি ছিল রে? 
হার ছিল রে
কত দামী রে?
 
অনেক দামী!
 
কোহিনুর নাকি?
তারও চেয়ে দামী

প্রেমের কানে কি ছিল রে?
সোনার দুল
কত সোনা?
যায় না গোনা
মিথ্যা কথা
থাম না তবে। কোস না কথা।

আচ্ছা বাবা, তাই মেনেছি।
প্রেমের নাকে কি ছিল রে?
দামী গয়না
ব্রহ্মাণ্ডে যার নাই তুলনা
 
কোথায় পেলে?
কি হবে জেনে?

আচ্ছা, না হয় নাই জিগালাম। 
প্রেমের গলায় কি ছিল রে?
গলায় ছিল রত্নহার
কান্নাচাপা মুক্ত তার
তার যা দ্যুতি
বলব রে কি
এক ঝিলিকেই যোজনপার!

দিন গেল ভাই সে দিন গেল
দেখতে দেখতে কি দিন এল

এখন,
প্রেমেতে শরীর সুয়োরানী
হৃদয় হল দুয়োরানী
 
অলঙ্কার আর কে চাইছে বল?
শরীর মজুক, হোক হলাহল
চোখের ভাষায় হৃদি না থাক
অ্যাড্রিনালিন থাকুক বেবাক
চলতে ফিরতে ছলাৎ ছলাৎ
অঙ্গ নাচুক, হুঁশ কুপোকাত

গয়না গেল, মান গেল
রূপও গেল, কূলও গেল

প্রেমের বেশে সুক্ষ্ম চুক্তি
হৃদয়ে চেপে বাজারী যুক্তি
দেওয়া-নেওয়ায় না বাধে যদি
তাই তো চাই গো - প্রেমের গদি
শপিংমল ঘুরে সাগরপার
প্রেম নেমেছে হৃদির বার
চোখের জল আর ন্যাকা কান্না
সাদাকালো যুগ, লাগে ঘেন্না
বাজারে এসো বাজারী হও
বেডরুম বেচো, ছড়িয়ে যাও
কথায় কেন আবেগ আসে?
ছুঁচ নেই ব্যাগে, ফুটিয়ে হাসে!
নিজেকে ফোটাও, ওকেও ফোটাও
মানবিকবোধ? পর্দা গোটাও
শুক্রে শোণিতে ঘামেতে প্রেমেতে
লোভেতে কামেতে গড়াতে গড়াতে

তৃতীয় সুর আর ষষ্ঠ সুর
প্রেম চলল বহুউউউ দূর!

Category