সৌরভ ভট্টাচার্য
15 January 2016
রাস্তা বুঝি শুধু স্মৃতিরই আছে?
বিস্মৃতির ঘাসে ঢাকা কি কোনো পথ নেই?
বিস্মৃতির ঘাসে ঢাকা কি কোনো পথ নেই?
আছে
আছে
আছে
আছে
আছে
পৃথিবীটাকে আলো অন্ধকার যেমন রেখেছে দু'ভাগ করে
একই সাথে, একই সময়ে!
তেমনই আমার হৃদয়ও
স্মৃতি - বিস্মৃতির ভাগে দু-আধখানা
একই সাথে, একই সময়ে!
তেমনই আমার হৃদয়ও
স্মৃতি - বিস্মৃতির ভাগে দু-আধখানা
আমি তোমাকে দেখেছি এই আলো-আঁধারির মাঝখানে। একা। ওগো ধ্রুবতারা
আমার!
হাত ছেড়ো না
আমি আমার চেয়েও তোমাকেই চিনি স্পষ্ট করে
আমি আমার চেয়েও তোমাকেই চিনি স্পষ্ট করে
সরে যেও না
আমার আধখানা আমি বাকি আধখানাতে হবে লীন
আমার আধখানা আমি বাকি আধখানাতে হবে লীন
ছায়াটুকু ফিরবে শুধু উপছায়ার বেশে