তোমার ভালোবাসাই নিঃসঙ্গ করল আমায়
তুমি যাকে ভালোবাসো
আমার মধ্যে যাকে দেখো, যাকে খুঁজে পাও -
সে আমার কাঠামোয় তোমার নিজের সৃষ্টি আমি
সে আমি, আমি নই
বিশ্বাস করবে কি না জানি না
সে আমি, আমি নই, নই!
এ আমি সে আমি নই!
হয় তো প্রশ্রয় দিয়েছি তোমায় অজস্রবার
তোমার সৃষ্টি আমি হতে চেয়েছি প্রাণপণ
কিছুটা ভয়ে, কিছুটা লোভে
আমাকে নিঃসঙ্গ করল তোমার এত ভালোবাসা
আর আমার দুর্বলতা।
তুমি মগ্ন আমাকে একা করে
আমাকে নিয়েই ভালোবাসা ভালোবাসা খেলায়!
হয় তুমি ফিরে যাও
না হয় সব স্বপ্নকে গুঁড়িয়ে দাও
চেয়ে দেখো
আমি আদর্শ নই। স্বপ্ন নই। কাব্য নই। আমি -
কিছুটা ভুল আর কিছুটা নির্ভুলে গড়া মানুষ!
কিছুটা রাজার মত, কিছুটা ভিখারির মত ক্ষুধার্ত নেহাৎ-ই নিতান্ত একটা মানুষ!
ভালোবাসলে আমাকেই বাসো
আমায় নিয়ে আমায় গড়তে চেয়ো না আর!