সৌরভ ভট্টাচার্য
9 March 2016
কেউ আগুনকে ভালোবাসে
পোড়ায় বলে
কেউ আগুনকে ভালোবাসে
উজ্বল বলে
তুমি কেন ভালোবেসেছো?
আদৌ বেসেছো কি?
কেউ জলকে ভালোবাসে
ডোবায় বলে
কেউ জলকে ভালোবাসে
শীতল বলে
তুমি কেন ভালোবেসেছো?
আদৌ বেসেছো কি?
কেউ মাটিকে ভালোবাসে
উর্বর বলে
কেউ মাটিকে ভালোবাসে
কঠিন বলে
তুমি কেন ভালোবেসেছো?
আদৌ বেসেছো কি?
কেউ বাতাসকে ভালোবাসে
শোকায় বলে
কেউ বাতাসকে ভালোবাসে
নির্মল বলে
তুমি কেন ভালোবেসেছো?
আদৌ বেসেছো কি?
কেউ আকাশকে ভালোবাসে
ভোলায় বলে
কেউ আকাশকে ভালোবাসে
অসীম বলে
তুমি কেন ভালোবেসেছো?
আদৌ বেসেছো কি?