সৌরভ ভট্টাচার্য
14 February 2018
তোমায় মাছের বাজারে প্রথম দেখেছিলাম
একহাতে অকাল বর্ষণের জল সামলিয়ে,
তুঁতে রঙের শাড়িটা বাঁ হাতে
হরিণ মুদ্রায় একটু উঁচু করে তুলে ধীর পদক্ষেপে
পিচ্ছিল সিমেন্টে,
মেছো গন্ধ ম ম চারদিক
তোমার আংটির আলোয় ঠিকরে আসছে
মৃত মাছেদের উপরে জ্বলা হলুদ বাল্বের আলো
একহাতে অকাল বর্ষণের জল সামলিয়ে,
তুঁতে রঙের শাড়িটা বাঁ হাতে
হরিণ মুদ্রায় একটু উঁচু করে তুলে ধীর পদক্ষেপে
পিচ্ছিল সিমেন্টে,
মেছো গন্ধ ম ম চারদিক
তোমার আংটির আলোয় ঠিকরে আসছে
মৃত মাছেদের উপরে জ্বলা হলুদ বাল্বের আলো
তখন শরৎ এসে শীতের দরজায় আড়ামোড়া ভাঙছে।
তোমায় সারা শীত দেখিনি।
আমার কোয়াটার্সের বাগানে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া ফুটছে ভরে ভরে, থরে থরে
আমার কোয়াটার্সের বাগানে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া ফুটছে ভরে ভরে, থরে থরে
তোমার আলমারিতে কত রঙের শাড়ি?
ছাদে শীতের দুপুর ছু কিত কিত খেলছে বিকেলের সাথে
তুমি সুগন্ধি ব্যবহার করো? কত রকমের গন্ধে ভেসেছে তোমার সাজের ঘর?
শীতের রাতে কুঁড়িফোটার শব্দও পাওয়া যায়
আমার লেপের ওমে স্বপ্ন সাজছে অভিসারে
তোমার লাল রঙের নেলপালিশ,
সাদা আঙুলের আংটিকে ডাকছে - আয়!
আমার লেপের ওমে স্বপ্ন সাজছে অভিসারে
তোমার লাল রঙের নেলপালিশ,
সাদা আঙুলের আংটিকে ডাকছে - আয়!
তোমার কতরঙের নেলপালিশ?
বসন্ত কখন আসে বুঝতে পারিনি কোনোদিন,
এবারেও পেলাম না।
হারিয়ে যাওয়া বইয়ের পাতা খুঁজে পাওয়ার অভিঘাত হল
যখন স্টেশানে দেখলাম তুমি বসে
বেশ কিছুটা দূরে।
আমার ট্রেন ছাড়তে তখনও দেরি
তোমার পাশেও অনেক লাগেজ জড়ো
যাচ্ছ কোথায়? ট্যুরে?
আমার বদলি হল। এ শহরে আসব আবার?
হয়ত না। তোমার সাথে আবার দেখা হবে?
হয়ত হ্যাঁ। নাও হতে পারে।
এবারেও পেলাম না।
হারিয়ে যাওয়া বইয়ের পাতা খুঁজে পাওয়ার অভিঘাত হল
যখন স্টেশানে দেখলাম তুমি বসে
বেশ কিছুটা দূরে।
আমার ট্রেন ছাড়তে তখনও দেরি
তোমার পাশেও অনেক লাগেজ জড়ো
যাচ্ছ কোথায়? ট্যুরে?
আমার বদলি হল। এ শহরে আসব আবার?
হয়ত না। তোমার সাথে আবার দেখা হবে?
হয়ত হ্যাঁ। নাও হতে পারে।
ভালোবাসা অনন্ত অন্বেষণ
তোমার অধ্যায় এখানেই গেলাম রেখে
স্মৃতির পালক গুঁজে
তোমার অধ্যায় এখানেই গেলাম রেখে
স্মৃতির পালক গুঁজে
অন্ধকারে ট্রেন ছুটছে
জানলা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়ছে কামরায়
ঘুমন্ত শহরের রাত জাগানো রাস্তাঘাটের আলো
জানলা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়ছে কামরায়
ঘুমন্ত শহরের রাত জাগানো রাস্তাঘাটের আলো
ভালোবাসা মানে চোখে চোখে রাখা তো নয়
চোখে চোখ রাখা
আমার বোজা চোখের আঁধারে
রাতের অন্ধকার রাখল চোখ
তোমার মত
চোখে চোখ রাখা
আমার বোজা চোখের আঁধারে
রাতের অন্ধকার রাখল চোখ
তোমার মত