Skip to main content
 
Dibakar দার সম্পাদিত পত্রিকা - পলাশ কথা। দিবাকরদাকে চেনার আগেই দিবাকরদার তোলা আর আঁকা ছবিতে মন কেড়েছিল। এখন আমার সৌভাগ্য যে এমন মানুষের বন্ধু হতে পেরেছি।
পত্রিকার প্রসঙ্গে আসি, কি যত্নসহকারে পত্রিকাটা বানানো তা হাতে নিয়ে বুঝলাম। প্রথম কথা, পলাশকে কেন্দ্র করে এমন একটা পত্রিকার ভাবনাটাই অভূতপূর্ব। পলাশ তো শুধু চোখে না, মর্মে কথা বলে। এক তো তার রূপে, দুই তার আসার সময়টার জন্য। সারা প্রকৃতি যখন পুরানোকে ত্যাগ করে নতুন হতে শুরু করেছে তখন তার বুকের ভিতর থেকে এমন একটা রঙ জন্মালো সে যেন প্রেমের চিরকালের ভাষা। 
 
 
 
 
 
বইটা পাওয়ার পর বেশ কিছু লেখা পড়লাম, ভীষণ সুন্দর মৌলিক সব লেখা। আবারও বলি, এত যত্ন নিয়ে ছাপা পত্রিকা সত্যিই খুব কম। পাতার গুণগত মানও প্রশংসার দাবী রাখে। দিবাকরদাকে অসংখ্য ধন্যবাদ এমন মানের একটা পত্রিকায় আমার দুটো লেখাকে ঠাঁই দেওয়ার জন্য। সাথে Samiranদার তোলা অসামান্য একটা ছবি। আর অবশ্যই বলতে হয় মন কাড়া প্রচ্ছদ Sudhi Ranjan দার।