Skip to main content

ঝড়ে উড়ে যাওয়া, ছড়িয়েছিটিয়ে থাকা খড়কুটোরা জিজ্ঞাসা করল, পাখি তুমি উদাস কেন? কি হারালে?

পাখি বলল, বাসা।

খড়কুটোরা বলল, মানে আমাদের দিয়ে যা বানিয়েছিলে? সে তো শূন্য গো? ফাঁকা!

পাখি বলল, ওই ছিল আমার বাসা!