Skip to main content

        পেট ঠুসে খাওয়ার পর শরীরটা আইঢাই করছে। অনেকক্ষণ এ ঘর সে ঘর বারান্দা উঠান পায়চারি করার পরও না উঠছে ঢেকুর আর না তো....পেটটা দম মেরে আছে।
        এমন সময়, ঠিক এমন সময়েই হঠাৎ পেটের ভিতর থেকে গুড়গুড় করতে করতে বুক ঠেলে একটা জম্পেশ ঢেকুর উঠল। অমনি বুকের ভেতরের চাপ চাপ অনুভবটা সরে একটা খানিক স্বস্তির নিশ্বাস পড়ল। আরো কয়েকটা উঠলে ভালো হয়, তবু একটা উঠতেই বেশ একটা আরাম বোধ করতে শুরু করা যায়।

        আজ দুপুরের পর থেকেই এমন একটা অনুভব হচ্ছে। কারা যেন নিশ্চিন্তে মাঠে চরে খাচ্ছে।