Skip to main content

খুব ভোরবেলা থেকে চারদিকে আমার
         ঝিরঝিরে ভালোবাসার ইলশেগুঁড়ি বৃষ্টি
আমার মুখে চোখে ঠোঁটে লাগছে
   ঝরেঝরে পড়ে যাচ্ছে,
পায়ের পাতা, হাতের আঙুল
        ভিজিয়েছে বিন্দু বিন্দু ভালোবাসারা

  আমি পুরোপুরিভাবে ভিজে

আচমকা একটা ঝোড়ো হাওয়া দিল
  সাথে করে আনল ছেঁড়া মেঘের পালক
    পালকে আঁকা তোমার ঘুমন্ত চোখ

  আমি বৃষ্টি হয়ে মেঘের বুকে বসলাম
     আমার ভিজে শরীরে ভালোবাসার ওম
তোমার ঘুমন্ত চোখের পাতার উপর
     আমার ভিজে ঠোঁটের বৃষ্টিবিন্দু

দিগন্তরেখায় কালোমেঘের আঁচল ছুলো
  ভোরের সূর্যের পদ্ম পাপড়ি আলো

  আমি আছি
  তোমার আঁখিপল্লবের উন্মোচনের অপেক্ষায়
       পূজারীর মত ফুলের সাজি নিয়ে মন্দিরের দ্বারদেশে

Category