সৌরভ ভট্টাচার্য
6 April 2016
চৌকাঠ পেরোলাম
বারান্দা পেরোলাম
উঠান পেরোলাম
রাস্তায় আসলাম
শুধু তোমার জন্য
শুনলাম তুমি ফিরে গেছো
অনেকক্ষণ ওই পাকুড় গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
তুমি শুনতে পাও নি?
আমি চৌকাঠ পেরোচ্ছিলাম
বারান্দা পেরোচ্ছিলাম
উঠান পেরোচ্ছিলাম
বোঝোনি, সে শুধু তোমারই জন্য?
এখন আকাশে পূর্ণচাঁদ
তাকিয়ে আমার দিকে
ওই পাকুড় গাছের ফাঁক দিয়ে
হঠাৎ দেখি চাঁদের আলোয়
মাটিতে তোমার পায়ের ছাপের ঠিকানা আঁকা
আমার চোখ গলে গেল জলে
এই তো তুমি!
দিনের আলোয় হারিয়েছিলাম
স্পষ্ট দেখার মোহে