সৌরভ ভট্টাচার্য
9 May 2018
২৫শে বৈশাখ। আমার পাঠশালা। আমার বিদ্যালয়। আমার মহাবিদ্যালয়। আমার বিশ্ববিদ্যালয়।
২৫শে বৈশাখ। আমার দিন। আমার মাস। আমার বছর। আমার আয়ু।
২৫ শে বৈশাখ। আমার সম্পদ। আমার মান। আমার অলঙ্কার। আমার বৈভব।
২৫শে বৈশাখ। আমার ঘর। আমার দেশ। আমার পৃথিবী। আমার ব্রহ্মাণ্ড।
(আমার পরম শ্রদ্ধেয় Samiranদার থেকে পাওয়া আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদগুলোর মধ্যে একটা, আজকের দিনের সকালের শান্তিনিকেতনের এই ছবি। দাদাকে জানানোর কিছু নেই। উনি বোঝেন এই ছবির কি মূল্য আমার কাছে।)