Skip to main content

শিকড় ঝরা মাটি
ঝরা পালক
ঝিনুকের খোল

যে মহাকালের কোলে শুয়ে
  সেখানে পৌঁছাতে পারছি না

অথচ জানি
জীবনটার পুরো অর্থটা ওরা জানে
    তাই অত নিশ্চিন্তে সূর্যাস্তর রঙে উদাস


তাড়া নেই
  তাড়া থাকে শুধু কালবৈশাখীর
          ক্ষণজন্মা বলে