সৌরভ ভট্টাচার্য
24 January 2018
সবই কি ভালো লেগেছিল?
লাগেনি তো
তবু তো পসরা সাজিয়ে বসেছি রোজ হাসিমুখে
ভিতরে কটকট আওয়াজ শুনতে দিইনি নিজেকেই
তোমরা শুনবে কি করে?
লাগেনি তো
তবু তো পসরা সাজিয়ে বসেছি রোজ হাসিমুখে
ভিতরে কটকট আওয়াজ শুনতে দিইনি নিজেকেই
তোমরা শুনবে কি করে?
বাজার মানে তো বাজারই হয়
নিজেকে লুকাতে চাও?
হাজার একটা সামগ্রী ছড়িয়ে দোকানে দোকানে
মাপ অনুযায়ী হাত বাড়াও
চক্ষের নিমেষে ঘটিয়ে ফেলো মির্যাকেল
ঢেকে ফেলে নিজেকে - ভ্যানিশ!
নিজেকে লুকাতে চাও?
হাজার একটা সামগ্রী ছড়িয়ে দোকানে দোকানে
মাপ অনুযায়ী হাত বাড়াও
চক্ষের নিমেষে ঘটিয়ে ফেলো মির্যাকেল
ঢেকে ফেলে নিজেকে - ভ্যানিশ!
সদ্য কাটা অঙ্গের মত ছটফট করছে যেটা
ওটা তোমার স্বাভাবিত্ব
এত অধৈর্য কেন?
ছটফট করতে করতেই শান্ত হয়ে যাবে
একটু সবুর করো
ওটা তোমার স্বাভাবিত্ব
এত অধৈর্য কেন?
ছটফট করতে করতেই শান্ত হয়ে যাবে
একটু সবুর করো
তারপর ওর মাপেও কোনো একটা বাজারী পোশাক কিনো
হেঁটে ঘুরে না পেলে অনলাইনে এসো
"হরেক মাল দশ টাকা"...শালা!
হেঁটে ঘুরে না পেলে অনলাইনে এসো
"হরেক মাল দশ টাকা"...শালা!
এসব কিছুই রপ্ত হচ্ছে না!
পারো তো আরেকটু সবুর করো
তবে আত্মহত্যা করতে যেও না বোকার মত
মৃতের দুনিয়ায় মৃত্যুর উৎসব হয় না
নেভা চিতা দেখতে আসে না শ্মশানবন্ধুরাও
পারলে অন্য কিছু ভাবো
পারো তো আরেকটু সবুর করো
তবে আত্মহত্যা করতে যেও না বোকার মত
মৃতের দুনিয়ায় মৃত্যুর উৎসব হয় না
নেভা চিতা দেখতে আসে না শ্মশানবন্ধুরাও
পারলে অন্য কিছু ভাবো