Skip to main content
pagla

আজ শ্রদ্ধেয় অতুলপ্রসাদ সেন মহাশয়ের জন্মদিন। তো ক'টা গান শুনব ইচ্ছা হল, আরো ইচ্ছা হল পুরোনো যুগের শিল্পীর গান শুনি। "পাগলা মনটারে তুই বাঁধ" গাইছেন রেণুকাদেবী কয়েক দশক আগে বসে। আমি শুনছি। রেণুকাদেবীর যুগে গুগুল ছিল না। আজ আছে। আর সেই গুগুল রেণুকাদেবীকে কি বানিয়ে ছাড়ল দেখে তো চক্ষুচড়কগাছ। শেষে কিনা cow! রামকুমার চট্টোপাধ্যায়ের গল্পে শুনেছিলাম। রেডিও স্টেশানে দাদাঠাকুরের সঙ্গে দেখা। দাদাঠাকুরকে প্রণাম করেছেন। তো দাদাঠাকুর জিজ্ঞাসা করেছেন, কি করো? রামকুমারবাবু খুব বিনয়ের সঙ্গে বলেছেন, আমি গাই। তাই শুনে অমনি মুচকি হেসে দাদাঠাকুর নাকি জিজ্ঞাসা করেছিলেন, তা দিনে ক সের?

সে তো না হয় মহান দাদাঠাকুরের বুদ্ধিদীপ্ত রসিকতা। কিন্তু গুগুল, বাবা আমার, এ তো তোমার রসিকতা নয় ভাই। এত এত মাইনে দিয়ে এত এত উচ্চমানের কর্মচারী রাখো শুনেছি। তা আমাদের সাব-অল্টার্নের ভাষা বলে তুমি আমাদের গায়িকাকে গাই বানিয়ে দেবে? এ তো নিতান্তই বড় একপেশেমি। তুমি জানো না আমাদের আধুনিকোত্তর প্রজন্ম তোমার কাছেই তাদের মাতৃভাষা অনুবাদের জন্য আসে? তাকে এই সব শেখাবে? হরি হরি! পাগলা অনুবাদকরে তুই বাঁধ....