Skip to main content
 
অতৃপ্তিকে যদি বলো, তুমি আবার কেন?
অতৃপ্তি হবে অসন্তোষ
বরং যদি বলো, "আসতেই পারো, এসো, লজ্জা কিসের? আমার বাড়ির সব দেওয়ালে রং নেই, বাগানের সব গাছেতে ফুল নেই।
এও তো ভালো, সেও তো হয়, তুমিই বা তবে বাইরে কেন, ভিতরে এসো।"
দেখবে তোমার অতৃপ্তিরও তখন কি পরিতোষ!