সৌরভ ভট্টাচার্য
18 May 2014
যাবার কথা অনেক আগেই জানতাম।
প্রস্তুতও ছিলাম।
তবু শেষরক্ষা হল না।
সে গেল।
আমি ভাঙলাম।
টুকরো আমি গুলো আগোছাল ভাবে ছড়ানো।
চলতে ফিরতে পায়ে বাধে তারা,
রক্তাক্তও হই কখনো।
তাও চলি।
অনেকটা চলার পর আজ থামলাম।
পিছনে দেখলাম।
আমার ভাঙা আমি গুলো নতুন ভাবে জোড়া।
নতুন রুপে।
কাছে গেলাম।
ওরা জানতে চাইল, "কে তুমি?"
প্রস্তুতও ছিলাম।
তবু শেষরক্ষা হল না।
সে গেল।
আমি ভাঙলাম।
টুকরো আমি গুলো আগোছাল ভাবে ছড়ানো।
চলতে ফিরতে পায়ে বাধে তারা,
রক্তাক্তও হই কখনো।
তাও চলি।
অনেকটা চলার পর আজ থামলাম।
পিছনে দেখলাম।
আমার ভাঙা আমি গুলো নতুন ভাবে জোড়া।
নতুন রুপে।
কাছে গেলাম।
ওরা জানতে চাইল, "কে তুমি?"