Skip to main content

জানলাটা খোলো। দরজাটা খোলো।
ওরা অনেকবার তোমার দরজায় টোকা দিয়ে গেছে।

কারা?

এক নদী জল
  আর এক আকাশ তারা

মলাটটা ছেঁড়ো। ভূমিকাটা মোছো।
ওরা অনেকবার এ পাশ ও পাশ করে ঘুমিয়ে পড়েছে।

কারা?

     এক পাহাড় স্বপ্ন
        আর একমুঠো স্বচ্ছ কবিতারা

অভিযোগগুলো ঝাড়ো। অভিমানগুলো ফেলো।
ওরা অনেকবার আসব আসব করে ফিরে গেছে।

কারা?

      এক বুক আশা
         আর ভোরের মত নিষ্পাপ ভালোবাসারা

Category