Skip to main content
otei hobe

দরজা, কি জানলার, অল্প একটু ফাঁক পেলেই আলো এসে পড়ে।

শীতে টের পাও, কি স্বল্প ছিদ্র দিয়েও বাতাস এসে যায়। জানান দিয়ে যায়।

আলো আর বাতাসের এমনই স্বভাব। অল্প, অতি অল্প ফাঁক পেলেই ঘরে চলে আসে, না ডাক পাঠালেও হাট করে জানলা-দরজা খুলে।

তবু আলো বাতাস আসে, এসে, ডাক দিয়ে যায়। বলে, বাইরে আয়।

ভালো করে দেখো তো, এতটুকু ফাঁকও কি নেই? নেই কি অতি সুক্ষ্ম একটা চিড়! এতটাই কি নিরেট হবে গো সব!

নিশ্চয়ই আছে, এক সুক্ষ্ম চিড়, ওতেই হবে।