Skip to main content

একটা মিছিমিছি দেশাত্মবোধ
কয়েকটা এলেবেলে গান - চলচ্চিত্র
  উড়ন্ত আবীরের মত কিছু বক্তৃতা
                   মাটিতে নেমে ধুলো
আতসবাজির মত দুর্নীতি মুক্তির প্রত্যাশা
                 পুড়ে কালি ঘর বারান্দা উঠোন

একটা কেন্নো লক্ষ লক্ষ পায়ে 
     দেওয়াল বেয়ে উঠছে ধীরের চেয়ে ধীর গতিতে
               এসবের অলক্ষ্যে
ক্ষেতে-কলকারখানায়-রেলপথে-জলপথে
    নিজের গতিতে নিজের মত করে
               আমার দেশ
 
          মাটির ঘেরাটোপ না
               'ওরা কাজ করে'র স্রোত

Category