Skip to main content

কেউ বলেনি আমায় তোমার কাছে নিয়ে যাবে
আমি তবু নিশ্চিন্তে খেয়া পারাপারের ঘাটে বসে আছি

কেউ বলেনি তুমি আমার অপেক্ষায় পথ চেয়ে আছো
আমি তবু কয়েকটা করবী ফুল একটা কচু পাতায় মুঠো করে নিয়েছি
               তোমার জন্য

কেউ বলেনি তুমি আমায় ভালোবাসো
আমি তবু তোমার জন্য নিজের মধ্যে ঘর বানিয়েছি,
   সে ঘরে আমারও যাতায়াতের পথ রেখেছি

আমি আসছি
  আমি জানি তুমি জানো
  আকাশে বাতাসে ফুলে পল্লবে
      সে কথাই কি ধ্বনিত হচ্ছে না?

আমি জানি তুমি জানো
  আমি জানি ওরা জানে না
         বোঝেও না

Category