সৌরভ ভট্টাচার্য
10 December 2015
তোমার ফেলে যাওয়া কয়েকটা গ্রীষ্মের রাত
তোমার হেঁটে যাওয়া কয়েকটা বর্ষার সন্ধ্যে
তোমার কুয়াশা ঢাকা কিছু উষ্ণ আলিঙ্গন
এখনও ছায়ার মত আমার সাথে ফেরে
যখন মাঝরাতে কয়েকটা কুকুরের সাথে হাঁটি
যখন মাঝরাতে ঘুম ভেঙে জলতেষ্টা পায়
যখন মাঝরাতে দূরে রেলগাড়ির আওয়াজ শুনি
তখনও
ওরা কুয়োপাড়ের শ্যাওলায়
রান্নাঘরের হাতমোছার কাপড়ে
ঝুলঝাড়ার ঝুলে
আমার দিকে চেয়ে থাকে
তোমার কথা বলে
নিভৃতে একান্তে
তখন মনে হয়
ওই দেওয়াল বেয়ে ওঠা
পিঁপড়ের সারির কথোপকথন আমি জানি
তুমি আমার শুরু শেষের নিরবিচ্ছিন্ন রেখা
বিন্দুতে ডোবা সিন্ধু