সৌরভ ভট্টাচার্য
7 June 2018
তুমি একটা কফিনে
আরো কয়েকটা মৃতদেহ রাখতে পারো
অথবা কিছু মৃতদেহ
আধপোড়া করে নদীর চরে ফেলে রাখতে পারো
মৃতদেহরা প্রতিবাদ করবে না
তুমি মৃতদেহের
স্নায়বিক সাড়াশূন্য কর্ণকুহরে
অকথ্য গালাগাল করতে পারো
রক্তশূন্য শিরা-ধমনী চিরতে পারো
নাড়িভুঁড়ি নিয়ে মাদুর, চাটাই বুনতে পারো
ওরা প্রতিবাদ করবে না
পৃথিবীতে তবু জীবিতও কিছু আছে জেনো
ঘুরন্ত পৃথিবীতে
কে বলতে পারে
কোনো লহমায়
তোমার চোখে
ওদের চোখও পড়বে না!