সৌরভ ভট্টাচার্য
26 July 2015
কিছু অনুভবের নাম দিও না
ঠিকানা চেয়ো না
জানতে চেয়ো না কি রঙ তার গালে
পড়তে চেয়ো না তার চোখের অবুঝ ভাষা
শুধু বুক পেতে দাও নরম ঘাসের মত
সে ফিরুক হেঁটে চলে
বসুক নির্জনে,
একটা বকুলগাছ লাগিও না হয়
মাঠের একটা কোণে, ওর জন্য।
যে আকাশে রামধনু ওঠে
সে আকাশের দিকে তাকিয়ে
ওকে ইশারা কোরো
দেখবে রামধনুতে শুধু সাতটা না
আরো অনেক রঙ আছে,
তুমি চিনবে নতুন করে।