- গৃহ ভাঙে কি করিয়া?
- আজ্ঞে ভুল নক্সা অনুযায়ী গৃহ নির্মিত হইলে।
- উহা যে ভুল, জানিলে কি করিয়া।
- আজ্ঞে বিজ্ঞান তাহাই বলে।
- ভুল, বিজ্ঞান বলে না, বিজ্ঞান কিছুই বলে না, বলে বিজ্ঞানী।
- বইতে লেখা আছে যে হুজুর।
- বইকে কে লেখে? বিজ্ঞানী লেখে। কারে বিজ্ঞানী কয়? যাহারা কর্তাকে না মানিয়ে কীর্তি লইয়া গুঞ্জন করিয়া ফেরে, তাহারা! তবে বলো, গৃহটি ভাঙিল কি করিয়া?
- উপাদানেও ভেজাল ছিল।
- কি করিয়া জানিলে?
- যাহারা বানাইয়াছে, তাহারাই বলিয়াছে।
- তাহারা কাহারা?
- আজ্ঞে শ্রমিককূল
- উহারা অজ্ঞ। মূর্খ।
- তবে হুজুর ভাঙিল কি করিয়া?
- মাধ্যাকর্ষণ। ইহা এক প্রাচীন বল। নিউটন সাহেবের জন্মানোর পূর্ব হইতেই জগতে ছিল। নিউটন সেই কথা বলিয়া, একটি গালভরা নাম দিয়া সংসারে তোমাদের ন্যায় অল্প বিশ্বাসীদের কাছে কিছু নাম কিনিয়াছিল। সেই মাধ্যাকর্ষণতত্ত্বই এই গৃহ ভাঙিয়া পড়িবার কারণ। ইহা ব্যতীত আর কোনো কারণ নাই। বারংবার ইঞ্জিনিয়ারের নাম করিয়া উহাকে যে বিব্রত করিতেছ, উনাকে সচক্ষে ইষ্টক গাঁথিতে দেখিয়াছ?
- না হুজুর। তবে উনিই তো নক্সা করিয়া দিয়াছিলেন....
- পুনরায় একই কথা কহ, উনি নক্সা করিয়াছিলেন যাহাতে ভুল না ঘটে তাহার জন্য, ভুল যে ঘটিল তাহা অবশ্যই অজ্ঞ উন্মত্ত মিস্ত্রীকূলের দরুন। তথাপি, মাধ্যাকর্ষণ না রহিলে উহা কি নিন্মগামী হইত? হইত না। অর্থাৎ কিনা দোষী হইল মাধ্যাকর্ষণতত্ত্ব। এখন উহার বিরুদ্ধে পরওয়ানা জারি করার ক্ষমতা তো ঈশ্বর আমায় দেননি। কি বলো। যাও, ফিরিয়া যাও। যাহা ভাবিবে গভীরে যাইয়া ভাবিবা, ইহার উহার স্কন্ধে দোষ উপুড় করিবার প্রবৃত্তি একটি ব্যাধির লক্ষণ।
কবি পড়িয়া পড়িয়া এজলাসের বাহিরে ঝিমাইতেছিলেন। কবির নামে একটু কুম্ভীলবৃত্তির অভিযোগ শোনা যায়। সে কথা রহুক। কবি সব বিচার শুনিয়া লিখিলেন, "অপরাধী জানিতেই পারিল না কি করিয়া সে নির্দোষ, মুক্ত হইয়া গেল"।