Skip to main content

যখন ভীষণ মেঘ করে এলো

বৃষ্টি নামল একপাল দামাল পশুর মত আমার বাগান জুড়ে

বুঝতে পারলাম

   তুমি আসবে না

      আসা সম্ভব নয় বলেই

 

সান্ত্বনা পেলাম। ভেবে। 

 

বৃষ্টি থামল

বাগান কই?

   এ তো ঝড়ের পদচিহ্ন!

 

মেঘ কেটে

পড়ন্ত সূর্যের আলো এসে পড়ল জানলার কাঁচে

যতটা আলো আসার কথা

   তার চাইতে অনেক বেশি আলো

         চোখ ধাঁধানো 

 

তোমার আসার সময় পেরিয়ে গেছে

    আমীর খাঁ এর মারোয়ার মত

             অপেক্ষা নিয়ে বসে আছি তবু

সম্ভব নয় আসা,

         তবু যদি সম্ভব হয়!

এত অবিন্যস্ততার পরও যে অপেক্ষা জেগে থাকে,

সে কি?

 

আমাতে জাগানো

  তোমার অপূর্ণতা?

 

না, তোমাতে জাগা

         আমার পূর্ণতা?

Category