Skip to main content


ছেলেটা অঙ্কের খাতার শেষ পাতা খুঁজে চলেছে
                                             সকাল থেকে

কুয়াশায় ঘেরা শীতের রাস্তায়
শাল জড়ানো বৃদ্ধ মানুষটা এখনো দাঁড়িয়ে 
                   নিজের বাড়ির ঠিকানা খুঁজছেন
                                              সকাল থেকে

দু'জনেই বিশ্বাস করে
পেয়ে যাবে
আজ না হয় কাল

Category