সৌরভ ভট্টাচার্য
6 January 2015
বিশ্বাস না হয়
কানে আঙুল দাও
দুচোখ ঢাকো হাতে
পায়ে শিকল লাগাও
দেখো, তবু তোমার হৃদয় চলছে
তুমি বেঁচে আছো আজও, এখনও
বিশ্বাস করো!
কথা বলো, তুমি কথা বলতে ভুলে গেছ
অনেকদিন ধরে অনেক শব্দ উচ্চারণ করেছ
কিন্তু কথা বলো নি বহুদিন
আজ বলো কিছু অনর্থক কথা
কারণ হৃদয় অনর্থক আবশ্যক
সব হিসাব মিলিয়ে যাবে, হারিয়ে।