সৌরভ ভট্টাচার্য
11 February 2020
সব কটা দাগ নীল। নামের নীচে online। উপেক্ষা আশঙ্কা মুখোমুখি। বুকের মধ্যে on your mark - ঝোড়ো ভালোবাসা। উষ্ণ শ্বাস। উদ্বেগে ঠোকা উৎকণ্ঠার সময় - ঠক ঠক ঠক। দেওয়াল ঘড়ি - টিক টিক টিক। বারবার নিভে যাওয়া স্ক্রিনে ক্ষুব্ধ আঙুলের চাবুক। সমস্ত পৃথিবী স্থির। অপেক্ষা - typing.... online... typing....
অপলক চোখ, সুনামির পরোয়ানা। কোথাও যেন ভূমিকম্প হয়েছে খানিক আগেই। ঠোঁট বন্দী ভালোবাসা, কেঁপে কেঁপে ওঠা তিতির পাখির শরীর। তোমার ঠোঁট - কুয়াশায় ঢাকা লাইটহাউস। দাঁড়িয়ে আছি একা। হেমলকে মেশা তারারা পানপাত্র হাতে অপেক্ষায়। আসবে?