Skip to main content

অনেক সময় হয়

একটা ফাঁকা ঘর

চারটে শূন্য দেওয়াল

একটা, কি দুটো খোলা জানলা

 

ব্যস,

 

এতটুকুতেই

মনের সব কথাটুকু রয়

 

অনেক সময় হয়

Category