সৌরভ ভট্টাচার্য
6 January 2017
ওমেরও জাগতে ইচ্ছা করল না
ঋতুরও করেনি
কেন?
কাজ ফুরিয়ে গিয়েছিল?
বাড়তি শ্বাস-প্রশ্বাসে ঋণী হতে চায়নি?
নাকি বিশ্বাস হারিয়ে যাচ্ছিল নতুন সকাল থেকে
সেই নতুন বোতোলে পুরোনো মদের মত?
শুতে যাওয়ার আগে সারাদিনের প্রশ্নরা বালিশে মাথা রেখে
তাকিয়ে
বিছানায় ওঠার অপেক্ষায়
ওরা ঘুমের মধ্যে কি পথ পায়?
কে ডেকে যায়?