Skip to main content
এই যে বারবার সিসিটিভি হতে চাওয়া
এই যে বারবার পাপোশ কিম্বা চিরুনি হতে চাওয়া
এই যে বারবার জামাপ্যাণ্ট, এমনকি ইনার অবধি হতে চাওয়া
এই যে মনের মধ্যে ঢুকে ম্যাজিশিয়ানের মত
সব পাসওয়ার্ড,
কিম্বা বাদবাকি সব সম্পর্কের ঠিকুজিকুষ্ঠি জেনে নিতে চাওয়া
এই যে এত নিবিড় বন্ধনীতে আগলে রাখা
এই যে নিজেকে ওয়ালপেপারের মত সামনে রাখা অহরহ
এ নয়, নয়, নয়
এ নেশা। এ ঘোর। এ অসুস্থতা।
কেউ বলেনি
ভালোবাসা মানে অসুস্থতা
(OLD - Obsessive Love Disorder)

Category