Skip to main content

ছাপার অক্ষর, উচ্চারিত অক্ষর আর চিন্তার অক্ষরের কি করে কি করে জানি একদিন দেখা হয়ে গেল তেমাথার মোড়ে।
       তিনজনেই অপ্রস্তুত।
       কেউ কাউকে চেনে না এমন ভাব করে, আড়চোখে একে অন্যকে দেখে পাশ কাটিয়ে চলে গেল। তিনজনেরই গায়ে একই শরীরের গন্ধ। নাকে এসে লাগল। তারা নাককে বলল, মিথ্যুক।
       তেমাথার মোড়ে তখন তিন টুকরো ছায়া মুখে পিঁপড়ের সারি আবর্জনার স্তূপের উপর চড়ছে।