Skip to main content

     পথের পাঁচালির ইন্দির ঠাকুরন। অভিনয় করছেন কে? তরুণী মাধবী। কিম্বা তরুণী সাবিত্রী।

জলসাঘরের জমিদার। অভিনয় করছেন তরুণ সৌমিত্র। কিম্বা তরুণ অজিতেশ।

সৌমিত্র, উত্তম, আল পাসিনো, রবার্ট ডি নিরো আরো আরো অনেকে। কত বয়েস অবধি অভিনয় করে গেলেন, যাচ্ছেন।

রবি ঘোষ বলেছিলেন, মরি যদি, যেন অভিনয় করতে করতেই মরি। অনেক অভিনেতাই বলেছেন, অনেক গায়কও বলেছেন।

এও আছে। এমন অনেক অনেক উদাহরণ আছে।

এক সুচিত্রা সেন অন্তর্ধানে গিয়েছিলেন বলেই মহৎ। আর কেউ অভিনয় ছেড়ে দিচ্ছেন আধুনিক প্রজন্মের জন্য বললেন বলেই বড় কাজ হয়ে গেল, এটা কেমন একটা কথা না?

কেউ অবসর নিতেই পারেন। যে কোনো কাজেই নিতেই পারেন। যে কোনো সময়েই নিতে পারেন। কিন্তু সেটাকে অকারণ মহত্ব বলে দেগে দেওয়াতে কেমন যেন অনেক মানুষকে ঘুরিয়ে অপমান করা হয় বলে আমার মনে হয়। যারা শেষ নিশ্বাস অবধি নিজের কাজের উপর প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চান।

আর রইল তরুণ প্রজন্মের কথা। আমাদের দেশে এক বড় কবি এককালে জন্মেছিলেন। রবীন্দ্রনাথ। তিনি কবিতা লেখা বন্ধ করে অন্যকে জায়গা করে দেওয়ার কথা ভাবেননি। আর তিনি লিখেছেন বলে তরুণ প্রজন্ম লিখতে পারেননি তাও নয়।

যেমন অমিতাভ বচ্চন অভিনয় করছেন বলে কি কার্তিক আরিয়ান, পঙ্কজ ত্রিপাঠির অভিনয় করতে অসুবিধা হচ্ছে? না তো।

অকারণে গ্লোরিফাই না করাই ভালো। আমার এই বোধ হয়। ভালোবাসুন। শ্রদ্ধা করুন। কিন্তু জোর করে গ্লোরিফাই করতে গেলে ভয়ানক অপমান করা হয় সেই মানুষটাকে, সঙ্গে আরো অনেককে।