Skip to main content

এক টুকরো রাত

মেরামত করতে কত কত দীর্ঘশ্বাস

 

এক চিলতে দিন

চালিয়ে নিতে কত কত অপ্রাসঙ্গিক অনুষঙ্গ

 

এক মুঠো জীবন

এত ফেনা, এত ধোঁয়া

   সব সরালে আসল বস্তু কতটুকু?

 

     কতটুকু, হ্যাঁ, কতটুকু?

 

এক সিঁড়িঘর হৃদয়

শিশির জমিয়ে, ঝিনুক জমিয়ে, শিলাবৃষ্টির শিল জমিয়ে

  চাদরে ছেঁকে, কুলোয় চেলে

    এক রতি প্রেম

      কি বিস্ময়, কি বিস্ময়

 

  সে আবার নিজেকে বলে, সবটুকু

 

মিছে কথা কি?

 

 কি জানি!

   তবু গারদ ফাঁকে চোখ রাখলে

     রাস্তা বলতে ওইটুকু

 

  ওইটুকু

Category