আমি যখন মিছিলে হাঁটছি, আমি যখন জাস্টিসের জন্য চীৎকার করছি, আমি হাঁটতে হাঁটতে যতবার এর ওর মুখের দিকে তাকাচ্ছি, আমার মন বলছে কোথাও যেন একটা কিছু মিল পাচ্ছি..... শুধু আমি না, অনেকেই... অনেকেই.... শুধু আমার সঙ্গে তো ঘটেনি.... ঘরে বাইরে.... ঘটেছে তো.... চুপ থেকেছি..... কেউ ডাকেনি তো রাস্তায় এতদিন... কেউ বলেনি তো, পাশে হাঁটো... হাতটা ধরো..... আমিও জানি কোথায় কোথায় তোমার অনধিকারের ঘেন্না স্পর্শ... মেলায় না.... পাশে হাঁটো.... যতটা জোর আছে গলায়, তার চাইতেও জোর দিয়ে চীৎকার করে বলো..... চাই... জাস্টিস চাই.... এই একটা জাস্টিসে কিছুটা হলেও মেলাবে আমার তোমার শরীরের ঘেন্না স্পর্শের স্মৃতি..... অনধিকার স্পর্শের স্মৃতি....
আরো অনেক অনেক শেওলার মত ঘেন্না জমা রাস্তায়..... আজ এত রাতেও আমি হাঁটলে রোদ পড়ছে..... যে রাস্তায় হাঁটব না কোনোদিন.... এই ভেবেছিলাম.... এই তো হাঁটছি.... প্রতিদিন হাঁটছি.... সে রাস্তায়..... আমি তোমায় বলি, তুমি তিলোত্তমা নও..... তুমি অপরাজিতা..... অগ্নিকন্যা..... নইলে এত এত আগুন জ্বলিয়ে দিলে কী করে, একসাথে?