সৌরভ ভট্টাচার্য
19 September 2017
ওগো চিত্তগামী
প্রাণের কেন্দ্রে আমারও তো একটা ভোর আছে
আশ্বিনের আকাশ যদিও
ছেয়ে আছে আজ কালো মেঘে
তবু জানি,
আমার নীলাকাশ হারিয়ে যায়নি
কালের স্রোতে সেও আসছে আমারই কাছে
(Sudhi দার ছবির সাথে খুব একটা একাত্মতা বোধ করি সব সময়। যেন যা বলতে পারি না, লিখতে পারি না, সেই জায়গায় সুধীদা তাঁর ছবিকে নিয়ে যান খুব অনায়াসেই।
আজ এই ছবিটা কিভাবে যেন মনের সব কটা দরজা খুলে দিল, আলোয় আলোকিত হয়ে গেল চারধার। সাথে সাথে যিনি শিল্পী তাঁরও অন্তর্লোকের খবর নিয়ে এলো। নিজের চিত্ত সেই 'আদিত্যবর্ণ' পুরুষের জ্যোতিতে জ্যোতিষ্মান না হলে ছবির এ ভাষা সৃষ্টি হয় না। ওনাকে প্রণাম। কয়েকটা আত্মলব্ধ শব্দের মালায় শ্রদ্ধা জানাই)