Skip to main content

দেউলিয়া হলাম জানো
     যেদিন প্রথম তাকালাম

অসমাপ্ত কাজগুলো ডেকে ডেকে ফিরে গেছে
বুঝে গেছে আমার আর ফেরা হবে না ওদের কাছে কোনোদিন

সন্ধ্যাবেলার যে উদাসীন রঙ সামনের বটগাছটার মাথায়
   ওই রঙটা যেন এই পৃথিবীর নয়
       ওকি চিঠি তোমার?

নিঝুম মাঝরাতে উঠানে এসে দাঁড়িয়ে থাকি
     মানুষের তৈরি শব্দ নেই কোত্থাও
   ঝিঁঝিঁপোকার ডাক,
  হঠাৎ হাওয়ায় উড়ে আসা একটা ঝরা শুকনো পাতা
         পায়ের কাছে এসে লুটোয়
 আমার শীত করে তখন ( রোজ না, কখনো কখনো)
   নিজের দুহাতের বেড়ে নিজেকে জড়াই
     মনে হয় তোমার সাথে দূরত্বটাই মায়া
   বুকের ভিতর তখন গুড় জমানো ব্যাথা
 আকাশের তারাগুলোর দিকে তাকালে হয় অনুকম্পা
     ওরা কি দৈন্যদশায় না!!!
   এক আকাশ ঔজ্জ্বল্যে আছে জ্যোতি
               নেই প্রেম
থাকবে কি করে বলো,
   ওদের পাশে তুমি নেই যে!

Category