Skip to main content
কারা যেন কয়েছিল না এ বচ্ছর বৃষ্টিটা কম হবে! বলি কোন পঞ্জিকা দেখে কয়েছিলিস বাপ তোরা! হাঁটুজল ঠ্যাঙাতে ঠ্যাঙাতে, এর-ওর-তার খাদ্যের অপাচ্য বহিস্কৃত অংশ সামলাতে সামলাতে অবস্থা বেসামাল! আন তোদের যন্তুরপাতিগুলান এই জলে চুবাই!!! 
        সামনের বচ্ছর যদি বেঁচেবর্তে থাকি, আর এইসব কথা ফের শুনসি, এমন শাপশাপান্ত করব, পৈতে কিনে গ্রন্থি দিয়ে মনু-যাজ্ঞবাল্ক্য স্মৃতি খুলে, যে স্বয়ং বরুণদেব কেন 'বিপ' এর 'বিপমুত' থুড়ি 'মূত্র' গিলেও ত্রাণের পথ থাকবে না। হুম!