Skip to main content

অবশেষে আর নিঃশেষে ওরা যা চায়

সে তোমার স্বাধীনতা

 

প্রথমে অর্থ দেবে

 

তুমি দেবে তোমার সুখ-দুঃখে অবিচল থাকার স্বাধীনতা

 

তারপর দেবে ক্ষমতা

 

তুমি দেবে তোমার ভালোবাসার সুকোমল সত্তার স্বাধীনতা,

  যে দাসত্ব চায় না বলেই দাস করে না কাউকে

 

অবশেষে সে তোমাকে দেবে

তার অভ্রান্ত প্রভুত্বের মঙ্গলময়তার ইস্তাহার

 

সেদিন তুমি দেবে তোমার অমূল্য সম্পদের অধিকার তাকে

    তোমার যুক্তিবোধের স্বাধীনতা

 

তুমি নিঃশেষ হলে

তোমার ভালোবাসাহীন, যুক্তিবোধহীন নিশ্চিন্ততায়

 

সেও নিশ্চিন্ত হল

বিকিয়ে যাওয়া তোমায়

     আরাম ঘরে পুরে

           বেঁধে রেখে

        তোমার অর্জিত পরাধীনতায়

 

যেখানে ঢুকতে মৃত্যুও লজ্জা পায়

Category