Skip to main content


অবসাদ আছে
যায়, আবার ফিরে আসে।
কারণেই যে আসে - তা না,
অকারণেও আসে।
ওর উদাস দুটো চোখে চোখ রাখি।
জীবনকে দেখার এও তো দৃষ্টিকোণ -
                                অবসন্নতা।
 
ভয় পাই না
আসক্তও হই না।
আমরা দু'জনেই 
দু'জনের পাশের পাড়ায় থাকি
জানি তো।

Category